সোমবার, ২৫শে নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • লঘুচাপটি নিম্নচাপে পরিণত, যা বলছে আবহাওয়া অফিস
  • ট্রাফিক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর অবসরপ্রাপ্তদের নিয়োগ করা হবে
  • আবারও যাত্রাবাড়ী মোড় অবরোধ ব্যাটারি রিকশাচালকদের
  • অক্টোবরে সড়ক দুর্ঘটনায় ৪৭৫ জন নিহত
  • বোয়ালখালীতে আগুনে ৫ বসতঘর পুড়ে ছাই
  • ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের শ্রমবিষয়ক বিশেষ প্রতিনিধি কেলি রদ্রিগেজ
  • প্রথমবার সচিবালয়ে যাচ্ছেন প্রধান উপদেষ্টা
  • এস আলমের ঋণ জালিয়াতি, কেন্দ্রিয় ব্যাংকের ১৩ জনকে তলব
  • সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
  • ড. ইউনূসের ভিশনের দিকে তাকিয়ে যুক্তরাজ্য: ক্যাথরিন ওয়েস্ট

মমতার গানে নাচবেন সৌরভের স্ত্রী, কিন্তু কোথায়?

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৫ ডিসেম্বর ২০২৩, ১৬:৫২

 ৫ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। নেতাজি ইনডোর স্টেডিয়ামে বিকেল ৪টায় শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। প্রতিবছর বলিউডের বাঘা বাঘা সেলিব্রিটিরা এতে অংশ নেন। প্রতিবছরই অমিতাভ বচ্চন এবং শাহরুখ খানকে উপস্থিত থাকতে দেখা গেলেও এবার নাও দেখা যেতে পারে। তার বদলে দেখা যাবে সালমান খান, কমল হাসান, অনিল কাপুর, মহেশ ভাট, শত্রুঘ্ন সিন্‌হা, সোনাক্ষী সিন্‌হাকে।


এ অনুষ্ঠানের উদ্বোধনী দিনে সমবেত নৃত্য পরিবেশন করবেন সাবেক বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির স্ত্রী ডোনা গাঙ্গুলি। চমক করা খবর হচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির লেখা এবং সুর করা ‘এই পৃথিবী একটাই দেশ’ গানটির সঙ্গে নৃত্য পরিবেশন করবেন নৃত্যশিল্পী ডোনা ও তার ছাত্রছাত্রীরা। গানটি গেয়েছেন পালক মুছাল।

এর আগে বেশ কয়েক বছর এ অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেছেন ডোনা। তবে এ বছর শুধু মমতার গানেই নাচবেন তিনি।


এ ব্যাপারে ডোনা বলেন, আমাদের যে গানটি দেওয়া হয়েছে, তার ওপরে নাচতে সাধ্যমতো চেষ্টা করেছি। আশা করছি, অতিথিদের পছন্দ হবে আমাদের পারফরম্যান্স।


তিনি জানান, তার সঙ্গে প্রায় ১৫০ থেকে ২০০ জন অংশগ্রহণকারী থাকছেন। সারাবছর একাধিক অনুষ্ঠানে অংশ নিলেও, চলচ্চিত্র উৎসবে পারফর্ম করাটা ডোনার কাছে সম্মানের।

এ অনুষ্ঠানের পর উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে নেতাজি ইনডোর স্টেডিয়ামে প্রদর্শিত হবে ‘দেওয়া নেওয়া’। সুনীল বন্দ্যোপাধ্যায় পরিচালিত ছবিটি এ বছর ৬০ বছর পূর্ণ করল। ছবিতে অভিনয় করেছেন উত্তমকুমার, তনুজা, তরুণ কুমারসহ অনেকেই।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর