সোমবার, ২৫শে নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • লঘুচাপটি নিম্নচাপে পরিণত, যা বলছে আবহাওয়া অফিস
  • ট্রাফিক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর অবসরপ্রাপ্তদের নিয়োগ করা হবে
  • আবারও যাত্রাবাড়ী মোড় অবরোধ ব্যাটারি রিকশাচালকদের
  • অক্টোবরে সড়ক দুর্ঘটনায় ৪৭৫ জন নিহত
  • বোয়ালখালীতে আগুনে ৫ বসতঘর পুড়ে ছাই
  • ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের শ্রমবিষয়ক বিশেষ প্রতিনিধি কেলি রদ্রিগেজ
  • প্রথমবার সচিবালয়ে যাচ্ছেন প্রধান উপদেষ্টা
  • এস আলমের ঋণ জালিয়াতি, কেন্দ্রিয় ব্যাংকের ১৩ জনকে তলব
  • সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
  • ড. ইউনূসের ভিশনের দিকে তাকিয়ে যুক্তরাজ্য: ক্যাথরিন ওয়েস্ট

গাজীপুরে যাত্রীবেশে বাসে উঠে অগ্নিসংযোগ, খড়ভর্তি ট্রাকেও দুর্বৃত্তদের আগুন

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত:
৪ ডিসেম্বর ২০২৩, ১২:৪৬

গাজীপুরে যাত্রীবাহী চলন্ত বাস ও একটি খড়ভর্তি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।  সোমবার (৪ ডিসেম্বর) সকাল ৯টার দিকে নগরের জিরানী বাজার এলাকায় চন্দ্রা-নবীনগর সড়কে বাসে এবং ভোররাত চারটার দিকে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ফরেস্ট অফিসের সামনে খড়ভর্তি ট্রাকে এ আগুন দেওয়ার ঘটনা ঘটে।

বাসের যাত্রী ও পুলিশ সূত্রে জানা যায়, কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় থেকে ঠিকানা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাচ্ছিল। বাসটি জিরানী বাজার এলাকায় পৌঁছালে বাসের ভেতরের পেছন দিক থেকে ধোঁয়া আসতে থাকে। এ সময় চালক বাস থামিয়ে দিলে যাত্রীরা হুড়োহুড়ি করে নেমে যান। পরে আশপাশের লোকজন এসে আগুন নেভান। এতে বাসের ভেতরের বেশ কয়েকটি আসন পুড়ে গেছে।


বাসের যাত্রী রিজভী হোসেন বলেন, তিনি ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে সকালে চন্দ্রা ত্রিমোড় থেকে বাসে ওঠেন। বাসটি জিরানী বাজার এলাকায় পৌঁছালে পেছন দিকে যাত্রীবেশে বসে থাকা দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দৌড়ে নেমে যায়। এ সময় গাড়িটিতে সাত থেকে আট যাত্রী ছিলেন। দ্রুত গাড়িটি থামানোয় এবং যাত্রীরা নেমে যাওয়ায় কারও কোনো ক্ষতি হয়নি।

গাজীপুরের কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ রাফিউল করিম বলেন, ‘একটি চক্র ওই এলাকায় বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটাচ্ছে। আমরা চক্রটি ধরার চেষ্টা করছি।’


 সোমবার (৪ ডিসেম্বর) ভোররাত চারটার দিকে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ফরেস্ট অফিসের সামনে খড়ভর্তি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। কালিয়াকৈর থানার ওসি আকবর আলী খান বলেন, উত্তরবঙ্গ থেকে খড়ভর্তি ট্রাকটি ঢাকার দিকে আসছিল। ট্রাকটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ফরেস্ট অফিসের সামনে এলে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দেয়। এতে ট্রাকে থাকা অধিকাংশ খড় পুড়ে গেছে।


কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা রায়হান চৌধুরী বলেন, খড়ভর্তি ট্রাকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ৩০ মিনিটের চেষ্টায় আগুন নেভায়।

রোববার  (৩ ডিসেম্বর) সকালে কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান এলাকায় একটি রডবোঝাই ট্রাকে ও একই দিন রাত আটটার দিকে চন্দ্রা ত্রিমোড় এলাকায় একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ ছাড়া এক সপ্তাহে চন্দ্রা-নবীনগর সড়কে যাত্রীবেশে তিনটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর