সোমবার, ২৫শে নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • লঘুচাপটি নিম্নচাপে পরিণত, যা বলছে আবহাওয়া অফিস
  • ট্রাফিক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর অবসরপ্রাপ্তদের নিয়োগ করা হবে
  • আবারও যাত্রাবাড়ী মোড় অবরোধ ব্যাটারি রিকশাচালকদের
  • অক্টোবরে সড়ক দুর্ঘটনায় ৪৭৫ জন নিহত
  • বোয়ালখালীতে আগুনে ৫ বসতঘর পুড়ে ছাই
  • ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের শ্রমবিষয়ক বিশেষ প্রতিনিধি কেলি রদ্রিগেজ
  • প্রথমবার সচিবালয়ে যাচ্ছেন প্রধান উপদেষ্টা
  • এস আলমের ঋণ জালিয়াতি, কেন্দ্রিয় ব্যাংকের ১৩ জনকে তলব
  • সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
  • ড. ইউনূসের ভিশনের দিকে তাকিয়ে যুক্তরাজ্য: ক্যাথরিন ওয়েস্ট

আচরণবিধি লঙ্ঘন, মোহাম্মদ সাদিকের কাছে ব্যাখ্যা চাইল নির্বাচন অনুসন্ধান কমিটি

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
৩ ডিসেম্বর ২০২৩, ১২:১০

সুনামগঞ্জ-৪ আসনে (সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর) আওয়ামী লীগের দলীয় প্রার্থী মোহাম্মদ সাদিকের কাছে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ব্যাখ্যা চেয়েছে নির্বাচন অনুসন্ধান কমিটি। শনিবার এ বিষয়ে তাঁকে একটি চিঠি দেওয়া হয়েছে।

সুনামগঞ্জ-৪ আসনে নির্বাচনী অনুসন্ধান কমিটির পক্ষ থেকে যুগ্ম জেলা ও দায়রা জজ কাঁকন দে স্বাক্ষরিত এই চিঠি মোহাম্মদ সাদিককে দেওয়া হয়। চিঠিতে বলে হয়, মোহাম্মদ সাদিক গত বুধবার দুপুরে সুনামগঞ্জ শহরের প্রধান প্রধান সড়কে মোটরসাইকেল শোভাযাত্রাসহ শোডাউন করে সমাবেশে মিলিত হন। এতে জনগণের চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। এটি সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ও প্রচারিত হয়েছে। এর মাধ্যমে তিনি সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর ৬ (ঘ), ৮ (ক), ১০ (ক) এবং ১২ ধারা লঙ্ঘন করেছেন।

 

ভবিষ্যতে এ ধরনের অনিয়ম যেন না হয় যে জন্য কার্যকর পদক্ষেপ নিতে মোহাম্মদ সাদিককে অনুরোধ করা হয় চিঠিতে। একই সঙ্গে সোমবার (৪ ডিসেম্বর) সকাল ১১টায় তিনি নিজে অথবা প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়।

নির্বাচন অনুসন্ধান কমিটির চিঠির বিষয়ে মোহাম্মদ সাদিক মুঠোফোনে  বলেন, দলীয় মনোনয়ন পাওয়ার পর  বুধবার (২৯ নভেম্বর) তিনি প্রথম সুনামগঞ্জে আসেন। শহরে আসার পর তাঁর কিছু সুহৃদ জড়ো হয়েছিলেন। এটি সমীচীন হয়নি বলে তিনিও মনে করেন। তিনি চিঠির উত্তর তিনি দেবেন এবং সেটি প্রস্তুত করছেন বলে জানান।


সাবেক আমলা মোহাম্মদ সাদিক ২০১৬ সালের ২ মে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে যোগদান করেন। এর আগে তিনি সরকারের শিক্ষাসচিব ও বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। গত ২৬ নভেম্বর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সুনামগঞ্জ-৪ আসনে নির্বাচনের জন্য মোহাম্মদ সাদিকের নাম ঘোষণা করেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর