সোমবার, ২৫শে নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • লঘুচাপটি নিম্নচাপে পরিণত, যা বলছে আবহাওয়া অফিস
  • ট্রাফিক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর অবসরপ্রাপ্তদের নিয়োগ করা হবে
  • আবারও যাত্রাবাড়ী মোড় অবরোধ ব্যাটারি রিকশাচালকদের
  • অক্টোবরে সড়ক দুর্ঘটনায় ৪৭৫ জন নিহত
  • বোয়ালখালীতে আগুনে ৫ বসতঘর পুড়ে ছাই
  • ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের শ্রমবিষয়ক বিশেষ প্রতিনিধি কেলি রদ্রিগেজ
  • প্রথমবার সচিবালয়ে যাচ্ছেন প্রধান উপদেষ্টা
  • এস আলমের ঋণ জালিয়াতি, কেন্দ্রিয় ব্যাংকের ১৩ জনকে তলব
  • সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
  • ড. ইউনূসের ভিশনের দিকে তাকিয়ে যুক্তরাজ্য: ক্যাথরিন ওয়েস্ট

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২৯ নভেম্বর ২০২৩, ১৭:০৫

এস্তোনিয়া, লাটভিয়া ও লিথুয়ানিয়া—ইউরোপের বাল্টিক অঞ্চলের এ তিন দেশ অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কো-অপারেশন ইন ইউরোপের (ওএসসিই) মন্ত্রীপর্যায়ের একটি বৈঠক বর্জনের ঘোষণা দিয়েছে। দেশ তিনটির সরকার জানিয়েছে, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভকে আমন্ত্রণ জানানোয় তাদের পররাষ্ট্রমন্ত্রীরা ওই বৈঠকে উপস্থিত থাকবেন না।

বাল্টিক অঞ্চলের তিন দেশ মঙ্গলবার (২৮ নভেম্বর)একটি যৌথ বিবৃতি দিয়েছে। এতে বলা হয়েছে, উত্তর মেসিডোনিয়ার রাজধানী স্কপিয়েতে  বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ও শুক্রবার (১ডিসেম্বর) অনুষ্ঠিত হবে ওএসসিইর ৩০তম মন্ত্রিপর্যায়ের বৈঠক। এই বৈঠকে উপস্থিত থাকছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী লাভরভ।


বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘রুশ পররাষ্ট্রমন্ত্রীকে বৈঠকে আমন্ত্রণ জানানোর মধ্য দিয়ে ইউক্রেনে রাশিয়ার আক্রমণকে বৈধতা দেওয়ার ঝুঁকি নেওয়া হয়েছে। আমরা এই সিদ্ধান্তের জন্য গভীরভাবে দুঃখ প্রকাশ করছি। বৈঠকে সশরীর রুশ পররাষ্ট্রমন্ত্রীর অংশ নেওয়া মস্কোকে আরেকটি প্রচারের সুযোগ এনে দেবে।’

শুধু বাল্টিক অঞ্চলের তিন দেশ নয়, বৈঠক বর্জন করেছে ইউক্রেনও। মঙ্গলবার (২৮ নভেম্বর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওলেহ নিকোলেঙ্কো সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক বিবৃতিতে বলেন, ওএসসিইর মন্ত্রীপর্যায়ের এবারের বৈঠকে ইউক্রেনের প্রতিনিধিরা অংশ নেবেন না।

বিবৃতিতে আরও বলা হয়, ইউক্রেনের ভূখণ্ডে মস্কোর আগ্রাসন শুরুর পর এবারই প্রথম কোনো ইউরোপীয় সংগঠনের বৈঠকে রাশিয়ার পক্ষ থেকে পূর্ণ প্রতিনিধিদল উপস্থিত থাকছে। এটা চলমান সংকটকে আরও ঘনীভূত করবে।

 

এ বিষয়ে ওলেহ নিকোলেঙ্কো বলেন, ওএসসিইর নীতি ভেঙেছে রাশিয়া। সংগঠনের প্রতিনিধি তিন ইউক্রেনীয়কে ৫০০ দিন জোর করে কারাগারে রেখেছে। এরপরও সংগঠনের বৈঠকে রুশ পররাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছে ওএসসিই। এর প্রতিবাদে বৈঠক বর্জনের সিদ্ধান্ত নিয়েছে ইউক্রেন।

ইউক্রেন ও বাল্টিক অঞ্চলের তিন দেশের বৈঠক বর্জনের বিষয়ে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর