সোমবার, ২৫শে নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ট্রাফিক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর অবসরপ্রাপ্তদের নিয়োগ করা হবে
  • আবারও যাত্রাবাড়ী মোড় অবরোধ ব্যাটারি রিকশাচালকদের
  • অক্টোবরে সড়ক দুর্ঘটনায় ৪৭৫ জন নিহত
  • বোয়ালখালীতে আগুনে ৫ বসতঘর পুড়ে ছাই
  • ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের শ্রমবিষয়ক বিশেষ প্রতিনিধি কেলি রদ্রিগেজ
  • প্রথমবার সচিবালয়ে যাচ্ছেন প্রধান উপদেষ্টা
  • এস আলমের ঋণ জালিয়াতি, কেন্দ্রিয় ব্যাংকের ১৩ জনকে তলব
  • সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
  • ড. ইউনূসের ভিশনের দিকে তাকিয়ে যুক্তরাজ্য: ক্যাথরিন ওয়েস্ট
  • ২০২৫ সালে সরকারি নির্মাণে পোড়া ইট ব্যবহার বন্ধ হবে

লক্ষ্মীপুর-৩ আসনের উপ-নির্বাচনে প্রতীক বরাদ্দ

তছলিমুর রহমান, লক্ষ্মীপুর

প্রকাশিত:
২১ অক্টোবর ২০২৩, ১৪:৩৬

লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের উপ-নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। শুক্রবার (২০ অক্টোবর) সকালে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে প্রতীক বরাদ্দ দেন নির্বাচনের দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেন।


এতে চারজন প্রার্থী মধ্যে আওয়ামী লীগের প্রার্থী গোলাম ফারুক পিংকু পেয়েছেন দলীয় প্রতীক নৌকা। জাতীয় পার্টি রাকিব হোসেন দলীয় প্রতীক লাঙ্গল, জাকের পার্টির শামছুল করিম খোকন দলীয় প্রতীক হিসেবে পেয়েছেন গোলাপ ফুল ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) সেলিম মাহমুদ পেয়েছেন দলীয় প্রতীক আম।


প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে নির্বাচন কমিশন কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আওয়ামী লীগের প্রার্থী গোলাম ফারুক পিংকু বলেন, প্রধানমন্ত্রী আমাকে জনগণের সেবা করার জন্য দলীয় প্রতীক নৌকা দিয়ে পাঠিয়েছেন। তৃণমূলের নেতাকর্মীরাও আমাকে চেয়েছেন। ইনশাআল্লাহ এই এলাকার মানুষ আমাকে বিপুল ভোটে জয়ী করবে।


জাকের পার্টির শামছুল করিম খোকন বলেন, যদি ভোটাররা তাদের ভোট নিজ ইচ্ছেমতো দিতে পারে তাহলে ইনশাআল্লাহ আমি জয়ী হবো। পারিবারিক ধারাবাহিকতা দেখলে লক্ষ্মীপুর-৩ আসনের জনগণের সাথে আমাদের সম্পর্ক স্বাধীনতার পূর্ব থেকেই। লক্ষ্মীপুরের রাজনীতিতেও আমাদের পারিবারিক অবদান অনেক। এখানকার অলিগলিতে আমি চ‌ষে বেড়িয়েছি। স্কুল, কলেজ থেকে পেশা ও রাজনীতি সবই আমার লক্ষ্মীপুর-৩ আসনকেন্দ্রিক। নির্বাচ‌নে নে‌মে এলাকাবাসীর সাড়া পা‌চ্ছি। যত বেশি ভোটাররা জানতে পারছে আমি নির্বাচন করছি, তাদের উপস্থিতি বাড়ছে। প্রপার লেভেল প্লেয়িং ফিল্ড পেলে আমার জয় নিশ্চিত।


উল্লেখ্য ৩০ সেপ্টেম্বর লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল মারা যান। ৪ অক্টোবর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। একইসঙ্গে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩ হাজার ৭৪৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯ হাজার ৯৬ জন এবং নারী ভোটার ১ লাখ ৯৪ হাজার ৬৪৮ জন। একটি পৌরসভা এবং ১২টি ইউনিয়নে মোট ১১৫টি কেন্দ্রে আগামী ৫ নভেম্বর এই উপনির্বাচনে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর