প্রকাশিত:
১৫ অক্টোবর ২০২৩, ১৬:৫৫
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেছেন, বাংলাদেশের মানুষ, যারা এতদিন আশা করেছিল—পদ্মার উপর দিয়ে তারা ট্রেনে যাতায়াত করবে, তাদের সেই স্বপ্ন বাস্তবে পরিণত হয়েছে।
শুক্রবার বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
শনিবার (১৪ অক্টোবর) ঢাকাস্থ চীনা দূতাবাস জানায়, চায়না ডেইলির একজন সাংবাদিক পদ্মা সেতুতে রেলসংযোগ নিয়ে প্রশ্ন করলে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেন, পদ্মা সেতুতে রেলসংযোগ প্রকল্প ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। এই প্রকল্পের প্রথম ধাপের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। বাংলাদেশের মানুষ, যারা এতদিন আশা করেছিল—পদ্মার উপর দিয়ে তারা ট্রেনে যাতায়াত করবে, তাদের সেই স্বপ্ন বাস্তবে পরিণত হয়েছে।
তিনি বলেন, রেলসংযোগ প্রকল্প উদ্বোধনের মধ্য দিয়ে আট কোটি লোক সুবিধাভোগী হবে এবং দেশের প্রবৃদ্ধি ১ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পাবে।
মন্তব্য করুন: