সোমবার, ২৫শে নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ট্রাফিক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর অবসরপ্রাপ্তদের নিয়োগ করা হবে
  • আবারও যাত্রাবাড়ী মোড় অবরোধ ব্যাটারি রিকশাচালকদের
  • অক্টোবরে সড়ক দুর্ঘটনায় ৪৭৫ জন নিহত
  • বোয়ালখালীতে আগুনে ৫ বসতঘর পুড়ে ছাই
  • ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের শ্রমবিষয়ক বিশেষ প্রতিনিধি কেলি রদ্রিগেজ
  • প্রথমবার সচিবালয়ে যাচ্ছেন প্রধান উপদেষ্টা
  • এস আলমের ঋণ জালিয়াতি, কেন্দ্রিয় ব্যাংকের ১৩ জনকে তলব
  • সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
  • ড. ইউনূসের ভিশনের দিকে তাকিয়ে যুক্তরাজ্য: ক্যাথরিন ওয়েস্ট
  • ২০২৫ সালে সরকারি নির্মাণে পোড়া ইট ব্যবহার বন্ধ হবে

‘১ মিনিট শব্দহীন’ কর্মসূচি পালন করল পরিবেশ মন্ত্রণালয়

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
১৫ অক্টোবর ২০২৩, ১৩:২০

শব্দ দূষণের বিষয়ে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ‘১ মিনিট শব্দহীন’ কর্মসূচি পালন করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

রোববার (১৫ অক্টোবর) সকাল ১০টা থেকে ১০টা ১ মিনিট পর্যন্ত সচিবালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

এছাড়া সকাল সাড়ে ৯টা থেকে ১০টা পর্যন্ত মানববন্ধন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন।

সরেজমিনে দেখা গেছে, কর্মসূচিকে ঘিরে সকাল সাড়ে ৯টায় সচিবালয়ের সামনে মানববন্ধনে অংশ নেন মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। সকাল ১০টায় যখন শব্দহীন কর্মসূচি শুরু হয় তখনও গাড়ির হর্ন বাজতে দেখা যায়। এ সময় গাড়ি চলাচলও একেবারে কমিয়ে দেওয়া হয়। ট্রাফিক পুলিশ কর্তাদের সিগনালে রেখে একটি একটি করে গাড়ি ছাড়তে বলতে শোনা যায়।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেন, এখানে কী কোথাও গাড়ি আটকানো হয়েছে? কিন্তু গাড়ি তো আটকানো হয়নি। তারপরও গাড়ি আটকানো হয়ে থাকলে আমাদের এমন কোনো পরিকল্পনা নেই।

তিনি বলেন, আজ শুধু ঢাকা শহরে এক মিনিট শব্দ দূষণমুক্ত কর্মসূচি পালন করলাম। কিছুদিনের মধ্যে সারা দেশব্যাপী এটা করব। এক ঘণ্টা, পাঁচ ঘণ্টা, ১০ ঘণ্টা করে করার পর একদিন এটিকে ২৪ ঘণ্টায় নিয়ে যাব। সারাদেশকে শব্দ দূষণমুক্ত করার পরিকল্পনা বাস্তবায়ন করব। ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ শব্দ দূষণমুক্ত করতে এগিয়ে আসবে।

মন্ত্রী বলেন, বিনয়ের সঙ্গে সবাইকে অনুরোধ করব আপনারা বিষয়টি একটু নীরবে চিন্তা করে দেখেন, আপনার একটা হর্নের কারণে একজন মানুষের জীবনে যেকোনো ঘটনা ঘটে যেতে পারে। হার্ট অ্যাটাক করতে পারে বা ছোট ছোট বাচ্চারা আক্রান্ত হতে পারে। হাইড্রোলিক হর্ন অবশ্যই বন্ধ করতে হবে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ফারহিনা আহমেদ জানান, শব্দ দূষণ নিয়ন্ত্রণ করতে এ সংক্রান্ত বিধিমালা হালনাগাদ করার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে বিধিমালা হালনাগাদ করা হবে। বিধিমালা হালনাগাদ করে শব্দের যে মানমাত্র অর্থাৎ অ্যাম্বুলেন্স চলতে হলে কত ডেসিমেলে তারা সড়কে চলতে পারবে, রোগী নেওয়ার সময় চলতে পারবে, রোগী ছাড়াও চলতে পারবে কি না- এসব নির্দেশনা দেওয়া হবে।

তিনি বলেন, যারা মোটরসাইকেল চালাচ্ছেন তাদের জন্য আলাদা মানমাত্র থাকবে। কনসার্ট হলে, পাবলিক প্লেসে জনসমাগম হলে সেখানে শব্দের মানমাত্রার শব্দ ব্যবহার করতে পারবেন তা বলে দেওয়া হবে। শাস্তি, জরিমানা, জেল সবাই থাকবে।

উল্লেখ্য, শব্দ দূষণের বিষয়ে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে রোববার সকাল ১০টা থেকে ১০টা ১ মিনিট পর্যন্ত ঢাকা শহরকে শব্দহীন রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে সচিবালয়ে এ কর্মসূচি পালন করা হয়েছে। এ কর্মসূচিতেও গাড়ির হর্ন বাজতে থাকতে দেখা গেছে।

কর্মসূচিতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী হাবিবুন নাহার, পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধি, পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি, স্কাউটের সদস্যরা উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর