সোমবার, ২৫শে নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ট্রাফিক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর অবসরপ্রাপ্তদের নিয়োগ করা হবে
  • আবারও যাত্রাবাড়ী মোড় অবরোধ ব্যাটারি রিকশাচালকদের
  • অক্টোবরে সড়ক দুর্ঘটনায় ৪৭৫ জন নিহত
  • বোয়ালখালীতে আগুনে ৫ বসতঘর পুড়ে ছাই
  • ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের শ্রমবিষয়ক বিশেষ প্রতিনিধি কেলি রদ্রিগেজ
  • প্রথমবার সচিবালয়ে যাচ্ছেন প্রধান উপদেষ্টা
  • এস আলমের ঋণ জালিয়াতি, কেন্দ্রিয় ব্যাংকের ১৩ জনকে তলব
  • সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
  • ড. ইউনূসের ভিশনের দিকে তাকিয়ে যুক্তরাজ্য: ক্যাথরিন ওয়েস্ট
  • ২০২৫ সালে সরকারি নির্মাণে পোড়া ইট ব্যবহার বন্ধ হবে

কালিয়াকৈরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠি পরিবারের মাঝে হাঁস বিতরণ

মো: মাসুদুর রহমান - কালিয়াকৈর (গাজীপুর)

প্রকাশিত:
১২ অক্টোবর ২০২৩, ১৭:১৮

গাজীপুরের কালিয়াকৈরে সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষে নির্বাচিত সুফলভোগীদের মধ্যে হাঁস বিতরণ করেছে উপজেলা প্রানিসম্পদ দপ্তর। বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে উপজেলা প্রানিসম্পদ দপ্তর চত্বরে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উপজেলা প্রানি সম্পদ দপ্তর সূত্রে জানা গেছে, উপজেলা প্রানিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ২৫৭টি ক্ষুন্দ্র নৃ-গোষ্ঠি পরিবারের মাঝে ২০টি করে মোট ৫ হাজার ১৪০টি হাঁস বিতরণ করা হয়েছে। এ সময় হাঁসের সঙ্গে একটি ঔষধ, একটি এন্টিবায়োটিক, একটি ভিটামিন ও একটি জীবানুনাশক উপকরণ বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের সভাপতিত্বে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার। এসময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক জায়েদা নাসরিন, উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা লুৎফর রহমান, ফুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান এ্যাড. শাহ আলম সরকার, বোয়ালী ইউপি চেয়ারম্যান আবজাল হোসেনসহ আরো অনেকে।


উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা লুৎফর রহমান জানান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠি পরিবারের মাঝে হাঁস বিতরণের লক্ষে এর আগে ২৫৭টি হাঁসের ঘরও বিতরণ করা হয়েছে। এরপর প্রতি পরিবারকে ৯ কেজি করে হাঁসের খাবারও বিতরণ করা হবে। এছাড়াও ২৫৮টি মুরগির ঘর বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে মুরগিও বিতরণ করা হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর