সোমবার, ২৫শে নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ট্রাফিক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর অবসরপ্রাপ্তদের নিয়োগ করা হবে
  • আবারও যাত্রাবাড়ী মোড় অবরোধ ব্যাটারি রিকশাচালকদের
  • অক্টোবরে সড়ক দুর্ঘটনায় ৪৭৫ জন নিহত
  • বোয়ালখালীতে আগুনে ৫ বসতঘর পুড়ে ছাই
  • ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের শ্রমবিষয়ক বিশেষ প্রতিনিধি কেলি রদ্রিগেজ
  • প্রথমবার সচিবালয়ে যাচ্ছেন প্রধান উপদেষ্টা
  • এস আলমের ঋণ জালিয়াতি, কেন্দ্রিয় ব্যাংকের ১৩ জনকে তলব
  • সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
  • ড. ইউনূসের ভিশনের দিকে তাকিয়ে যুক্তরাজ্য: ক্যাথরিন ওয়েস্ট
  • ২০২৫ সালে সরকারি নির্মাণে পোড়া ইট ব্যবহার বন্ধ হবে

কুড়িগ্রামে মুক্তিযোদ্ধার সম্মানী ভাতা স্থগিত

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত:
৯ অক্টোবর ২০২৩, ১৬:৪৬

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়নের মল্লিকবেগ গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম আবুল হোসেন এর নামীয় মুক্তিযোদ্ধার সম্মানী ভাতা মিথ্যা ষড়যন্ত্রমূলক অভিযোগে স্থগিত হওয়ায় তা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি’র গত ৪ জুন ২০২৩ইং তারিখে স্বাক্ষরে ভাতা বিতরণ নীতিমালা অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করা হলেও এখনও বিষয়টি আমলে নেয়নি রাজারহাট উপজেলা প্রশাসন।

খোঁজ খবর নিয়ে জানা গেছে, রাজারহাট উপজেলার উপজেলার নাজিমখান ইউনিয়নের মল্লিকবেগ গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন তাহার বেসামরিক গেজেট নং- ৩১০৪, মুক্তিযোদ্ধা নম্বর-০১৪৯০০০৫০৫১, ভারতীয় তালিকা নং- ৩৯৬৬৩, লাল মুক্তিবার্তা নং- ৩১৬০৯০০৮৮।

বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন একজন রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা। দেশমাত্রিকার মুক্তির সংগ্রামে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন নিজের জীবন বাজি রেখে পরিবার পরিজনকে রেখে যুদ্ধে অংশগ্রহণ করেন। নানা প্রতিকূলতার মধ্যেও বীর মুক্তিযোদ্ধা মরহুম আবুল হোসেনের পরিবার সরকারি ভাবে মুক্তিযোদ্ধার সম্মানী ভাতা প্রাপ্ত হওয়ায় সুন্দর জীবন যাপন করে আসছিল।

বীর মুক্তিযোদ্ধা মরহুম আবুল হোসেনের ওয়ারিশ যথাক্রমে তাহার স্ত্রী আকিলা বেগম, ছেলে মৃত আহাদ আলী, মোঃ সাদ আলী, মোঃ আব্দুর ছালাম, মোঃ আবুল কালাম, মোঃ রমজান আলী, মেয়ে মোছাঃ সুফিয়া বেগম, মোছাঃ ছাপিয়া বেগম ও মোছাঃ সাহিদা বেগম জীবিত রয়েছেন। বীর মুক্তিযোদ্ধা মরহুম আবুল হোসেনের মৃত্যুর পর তাহার ওয়ারিশগণের পরিচিতি নিশ্চিত করেছেন রাজারহাট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুনুর মোঃ আক্তারুজ্জামান, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল হাসেম, রাজারহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক পাটোয়ারী, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ জামাল উদ্দিন, কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আকবর আলী সরকার, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (অবঃ) বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুজ্জামান সরকার।

অথচ রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত, স্থানীয় এলাকার সচেতন সমাজ বিশিষ্টজন কর্তৃক স্বীকৃত ও পরিচিত বীর মুক্তিযোদ্ধা মরহুম আবুল হোসেনের পরিবার স্থানীয় কতিপয় ব্যক্তির অনৈতিক প্রস্তাব মেনে না নেওয়ায় মিথ্যা, ষড়যন্ত্র মূলক অভিযোগে হয়রানীর শিকার হচ্ছেন। ওই চক্রের মিথ্যা অভিযোগে সম্প্রতি বীর মুক্তিযোদ্ধা মরহুম আবুল হোসেনের নামীয় মুক্তিযোদ্ধার সম্মানী ভাতা স্থগিত রয়েছে।

এ বিষয়টি নিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি’র গত ৪ জুন ২০২৩ইং তারিখে স্বাক্ষরে ভাতা বিতরণ নীতিমালা অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করা হলেও এখনও বিষয়টি আমলে নেয়নি রাজারহাট উপজেলা প্রশাসন।

সেই সাথে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের দাখিলকৃত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বন্ধ / স্থগিতের বিরুদ্ধে দায়েরকৃত আপীল আবেদনের প্রেক্ষিতে বিষয়টি নিষ্পত্তির লক্ষে গত ৬ আগস্ট ২০২২ইং তারিখ মাননীয় সংসদ সদস্য (১০ দিনাজপুর-৫) ও রংপুর বিভাগের দায়িত্ব প্রাপ্ত জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সম্মানীত সদস্য জনাব মোস্তাফিজুর রহমান এমপি মহোদয় কর্তৃক বিষয়টি যাচাই-বাছাই করা হয়। সকল ক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধা মরহুম আবুল হোসেন এর বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত না হলেও এখন পর্যন্ত বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন

এর পরিবার মুক্তিযোদ্ধা ভাতা হতে বঞ্চিত রয়েছেন। এ ব্যাপারে বীর মুক্তিযোদ্ধা মরহুম আবুল হোসেনের স্ত্রী আকিলা বেগম প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর