সোমবার, ৭ই অক্টোবর ২০২৪, ২২শে আশ্বিন ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সেপ্টেম্বরে সড়কে প্রাণ গেল ৪২৬ জনের
  • পূর্বাঞ্চলে বন্যায় ১৪ হাজার ৪২১ কোটি টাকার ক্ষতি: সিপিডি
  • অভিন্ন জলরাশি নীতিমালা না হলে বন্যাঝুঁকি আরও বাড়বে: রিজওয়ানা
  • ব্যাংক নোটে নতুন নকশা, বাদ যেতে পারে বঙ্গবন্ধুর ছবি
  • মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল ভিসা দেওয়ার আহ্বান ড. ইউনূসের
  • ডা. বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
  • সাইবার নিরাপত্তা আইন বাতিল হবে: আসিফ নজরুল
  • বৈরী আবহাওয়া, উপকূলীয় অঞ্চলে নৌযান চলাচল বন্ধ
  • শহীদ পরিবারের পক্ষে আজ মামলা করবে নাগরিক কমিটি
  • ৪ বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

সিলেটে বালু উত্তোলনের দায়ে কারাদণ্ড-জরিমানা

সিলেট প্রতিনিধি

প্রকাশিত:
৩ অক্টোবর ২০২৩, ১৫:৫৫

সিলেটে নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে। একইদিন পর্যটন এলাকা গোয়াইনঘাটের টাস্কফোর্সের অভিযানে পাঁচটি বালুবাহী নৌকার মালিককে দেড়লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২ অক্টোবর) সিলেটের জেলা প্রশাসনের নির্দেশে সদর উপজেলা প্রশাসন স্থানীয় মোগলগাও ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে সুরমা নদীতে অভিযান চালায়।

সিলেট সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করে অভিযুক্ত এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। অভিযানকালে সহযোগিতা করেন জালালাবাদ থানা পুলিশ ও স্থানীয় ইউপি সদস্য, প্যানেল চেয়ারম্যান।

এদিকে, গোয়াইনঘাট উপজেলার জাফলং ইসিএ এলাকায় একটি টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সহকারী কমিশনার (ভূমি), গোয়াইনঘাট ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, পরিবেশ অধিদপ্তর, গোয়াইনঘাট থানা পুলিশ ও বিজিবির একটি টিম অংশগ্রহণ করে।

অভিযানে পাঁচটি বালুবাহী নৌকা আটক করে। এ সময় নৌকার মালিককে পরিবেশ সংরক্ষণ আইনে একলাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

গোয়াইনঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানভীর হোসেন বলেন, সোমবার জাফলংয়ের ইসিএ এলাকায় পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালকের নেতৃত্বে তাদের একটি টিম, বিজিবি ও গোয়াইনঘাট থানা পুলিশের যৌথ অভিযানে পাঁটি বালুবাহী নৌকা আটক করে মামলা দেওয়া হয়। এছাড়া এসব নৌকার পরিচালকদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় মোট দেড়লাখ টাকা অর্থদণ্ড করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ২০১৫ সালের ১৮ ফেব্রুয়ারি জাফলংকে পরিবেশ সংকটাপন্ন এলাকা (ইসিএ) হিসেবে ঘোষণা করে পরিবেশ ও বন মন্ত্রণালয়। এর আগে পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) করা এক রিটের পরিপ্রেক্ষিতে জাফলংকে ইসিএ ঘোষণার নির্দেশনা দেন আদালত।

ইসিএ ঘোষণার পর জাফলং থেকে সব ধরনের বালু ও পাথর উত্তোলন নিষিদ্ধ করে প্রশাসন। তবে নিষেধাজ্ঞা সত্ত্বেও একটি চক্র জাফলংয়ে পিয়াইন নদী থেকে বালু ও পাথর উত্তোলন করে এবং সুরমার বুকে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন কার্যক্রম চালাচ্ছিল।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর