প্রকাশিত:
১২ জুন ২০২৩, ১৮:২০
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত ২৯০ জন সংসদ সদস্যের শপথ নেওয়া এবং পদে থাকার বৈধতা নিয়ে রিট খারিজের বিরুদ্ধে করা লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে আগামী ২৫ জুলাই শুনানির জন্য দিন নির্ধারণ করা হয়েছে। আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম আজ সোমবার এ দিন ধার্য করেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত ২৯০ জনের সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়া ও পদে থাকা নিয়ে ২০১৯ সালের ২০ জানুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী তাহেরুল ইসলাম রিট করেন। দশম সংসদের মেয়াদ শেষ হওয়ার আগেই একাদশ সংসদে নির্বাচিতরা শপথ নিয়ে দায়িত্বভার গ্রহণ করেছেন বলে এই রিটে দাবি করা হয়। শুনানি নিয়ে ২০১৯ সালের ১৮ ফেব্রুয়ারি হাইকোর্ট রিটটি সরাসরি খারিজ করে দেন। এই সিদ্ধান্তের বিরুদ্ধে একই বছর লিভ টু আপিল করেন রিট আবেদনকারী।
এই লিভ টু আপিল গতকাল রোববার আপিল বিভাগের চেম্বার আদালতের কার্যতালিকায় ওঠে। রাষ্ট্রপক্ষের সময়ের আরজির পরিপ্রেক্ষিতে গতকাল চেম্বার আদালত নট টুডে (আজ নয়) বলে আদেশ দেন। এর ধারাবাহিকতায় আজ বিষয়টি আদালতের কার্যতালিকায় ওঠে।
আদালতে লিভ টু আপিলকারীর পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল এম সাইফুল আলম।
ক্রম অনুসারে বিষয়টি উঠলে আইনজীবী মাহবুব উদ্দিন খোকনের উদ্দেশে আদালত বলেন, কী বিষয় নিয়ে আবেদন? তখন মাহবুব উদ্দিন খোকন বলেন, ২০১৯ সালের একটি বিষয়। আদালত বলেন, কী নিয়ে? তখন মাহবুব উদ্দিন খোকন বলেন, একাদশ সংসদের সংসদ সদস্যদের শপথ নেওয়া নিয়ে। আদালত বলেন, পাঁচ বছরের মেয়াদ শেষ পর্যায়ে, এত দিন পরে? কবে তারিখ চাচ্ছেন?
তখন মাহবুব উদ্দিন খোকন বলেন, কাছাকাছি একটি তারিখ দেন। অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, আগামী সপ্তাহে হতে পারে। তখন আদালত বলেন, সামনে চার দিন কোর্ট আছে। আগামী ২৫ জুলাই দিন নির্ধারণ করা হলো।
২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ হয়। নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পায় আওয়ামী লীগ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিতরা ২০১৯ সালের ৩ জানুয়ারি শপথ নেন। এরপর ৩০ জানুয়ারি একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন হয়।
মন্তব্য করুন: